পরাজয়ের হতাশায় বিজেপি মরিয়া হয়ে উঠেছে : গোপাল রাই
নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপিকে কটাক্ষ করলেন আম আদমি পার্টির নেতা গোপাল রাই। বুধবার কটাক্ষ করে তিনি বলেছেন, পরাজয়ের হতাশায় বিজেপি মরিয়া হয়ে উঠেছে। দিল্লির বাবরপুর বিধানসভা আসন থেকে এএপি গোপাল রাই বুধবার সকালে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন
গোপাল রাই


নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপিকে কটাক্ষ করলেন আম আদমি পার্টির নেতা গোপাল রাই। বুধবার কটাক্ষ করে তিনি বলেছেন, পরাজয়ের হতাশায় বিজেপি মরিয়া হয়ে উঠেছে। দিল্লির বাবরপুর বিধানসভা আসন থেকে এএপি গোপাল রাই বুধবার সকালে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট দেওয়ার পর জনগণকে বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে গোপাল রাই বলেছেন, আমি জনগণকে বিপুল সংখ্যক ভোট দেওয়ার এবং কাজের জন্য ভোট দেওয়ার জন্য আবেদন করছি। পরাজয়ের হতাশার কারণে বিজেপি মরিয়া। তাঁরা সমস্ত ধরনের নিষিদ্ধ কাজ করছে, সাংবাদিক ও মহিলাদের আক্রমণ অথবা অর্থ বিতরণ। এই সব দেখায় যে বিজেপি মরিয়া।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande