শিলং, ১৪ জানুয়ারি (হি.স.) : মেঘালয়ের পূর্ব খাসিপাহাড় জেলার অন্তর্গত ডাউকি থানাধীন আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় চার বাংলাদেশি এবং তিন ভারতীয় দালাল সহ সাতজনকে আটক করেছে বিএসএফ।
আজ মঙ্গলবার বিএসএফ-এর জনসংযোগ আধিকারিক এক বিবৃতিযোগে জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রবিবার ৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা এক অভিযান চালিয়েছিলেন। অভিযানকালে অবৈধ অনুপ্রবেশকারী দলকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চার বাংলাদেশি নাগরিক স্বীকার করেছে, তারা ভারতীয় দালালদের সহায়তায় ভারতে প্রবেশ করেছে। ভারতে তাদের বসবাস করার সুবিধা করে দেওয়ার আশ্বাস দিয়েছিল দালালরা। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত সাতজনকে ডাউকি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সীমানা সুরক্ষিত রাখতে এবং আন্তর্জাতিক সীমান্ত টপকে অনুপ্রবেশ ও চোরাচালান সহ অবৈধ কার্যকলাপ রোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ বিএসএফ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস