আমিনগাঁওয়ে এসটিএফ-এর অভিযানে উদ্ধার ৯ কোটি টাকার হেরোইন, গ্রেফতার চার
আমিনগাঁওয়ে এসটিএফ-এর অভিযানে উদ্ধার ৯ কোটি টাকার হেরোইন, গ্রেফতার চার
৯ কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার চার


গুয়াহাটি, ১৪ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটির পার্শ্ববর্তী কামরূপ জেলার অন্তর্গত আমিনগাঁওয়ে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর অভিযানে উদ্ধার হয়েছে প্রায় নয় (৯) কোটি টাকার ১.১২৮ কিলোগ্ৰাম হেরোইন। মাদক পাচারের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গোপন সূত্ৰে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ পাঠকের নেতৃত্বে এসটিএফ আমিনগাঁওয়ে তালাশি অভিযান চালায়। এক সময় এএস ১১ এন ৩১৪১ নম্বরের একটি সাদা রঙের স্করপিওর গতিরোধ করেন এসটিএফ-সদস্যরা। তালাশি চালিয়ে গাড়ির বিভিন্ন গোপন চেম্বার থেকে ৯৪টি সাবান কেস থেকে ১.১২৮ কেজি সন্দেহভাজন হেরোইন উদ্ধার করেন অভিযানকারীরা।

মাদক পাচারের অভিযোগে গাড়ির চালক অনখগিন তাওথিং এবং থাংখাইলিয়েন নামের দুই যাত্রীকে গ্রেফতার করে এসটিএফ। জানা গেছে, হেরোইনগুলি কামরূপ জেলার হাজো এবং গোরেশ্বরে ড্ৰাগস কারবারিদের কাছে হস্তান্তর করতে মণিপুরের চূড়াচাঁদপুর থেকে সংগ্রহ করে নিয়ে আসা হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হাজোর ডামপুর এলাকার নুরুল হুসেন এবং গোরেশ্বরের বিতুল আলি নামের আরও দুই ড্ৰাগস কারবারিকে গ্ৰেফতার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande