নদিয়া, ১৪ জানুয়ারি (হি.স.): হাঁসখালি থানার পুলিশের জালে গ্রেফতার হল বছর ২৩-এর বাংলাদেশি অনুপ্রবেশকারী মহম্মদ মিরাজ শেখ। গ্রেফতার হয়েছে এক দালালও।
সোমবার রাতে চোরাপথে সীমান্ত পেরিয়ে ওই যুবক ভারতে এসেছিল। তার গতিবিধি বেশ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে ধরে জেরা করে। তার থেকে কোনও বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। চাপ দিতেই জানা যায়, তার বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায়। অবৈধভাবে ভারতে আসার জন্য গ্রেফতার করা হয় তাকে।
এছাড়াও পুলিশের জালে গ্রেফতার হয়েছে আফ্রিদি মণ্ডল নামে এক দালাল। আফ্রিদি সীমান্ত পেরিয়ে কতজনকে এপারে অবৈধভাবে নিয়ে এসেছেন, সেই বিষয় জানতে চায় পুলিশ। কী কারণে ওই যুবক বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন? নাশকতার ছক নাকি অন্য কোনও বিষয় রয়েছে? সেসব প্রশ্নও মাথাচাড়া দিচ্ছে। এদিন রাণাঘাট আদালতে তোলা হয় ধৃতদের।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত