ময়নাগুড়ি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): কিছু দিন পরই মাধ্যমিক পরীক্ষা। সেই কারণে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে টোটো চালকদের সতর্ক করল পুলিশ ও প্রশাসন। টোটো চালকদের বলা হল, আপনারা সঠিক ভাবে টোটো চালিয়ে ছাত্র ছাত্রীদের নিয়ে যাবেন। অতিরিক্ত ছাত্র-ছাত্রী তুলতে যাবেন না।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অতিরিক্ত যাত্রী নিলে, এতে দুর্ঘটনা হতে পারে। টোটো ঠিক আছে কি না তা দেখে নেবেন। টোটো চালকদের সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। বুধবার বিভিন্ন টোটো চালকদের মধ্যে এই ভাবে সচেতনতা প্রচার সারল ময়নাগুড়ির পুলিশ-প্রশাসন। পুলিশের এই ভূমিকায় খুশি স্থানীয় বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / রাকেশ