সাব্রুমের বনকুল বাজারে মহকুমা প্রশাসনের অভিযান
সাব্রুম (ত্রিপুরা), ৫ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার বিভিন্ন বাজারে মেয়াদোত্তীর্ণ সামগ্রী সহ বেআইনীভাবে বিলেতি মদ বিক্রি সহ যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে পলিব্যাগ৷ এই অভিযোগের ভিত্তিতে সাব্রুম মহকুমা প্রশাসন তৎপর হয়েছে৷ ব
অভিযান


সাব্রুম (ত্রিপুরা), ৫ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার বিভিন্ন বাজারে মেয়াদোত্তীর্ণ সামগ্রী সহ বেআইনীভাবে বিলেতি মদ বিক্রি সহ যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে পলিব্যাগ৷ এই অভিযোগের ভিত্তিতে সাব্রুম মহকুমা প্রশাসন তৎপর হয়েছে৷ বুধবার মহকুমার বনকুল বাজারে মহকুমা প্রশাসনের তরফ থেকে অভিযান চালানো হয়েছে৷

অভিযানকারী টিমের ডিসিএম জানিয়েছেন, এদিন পুলিশকে সাথে নিয়ে বনকুল বাজারে অভিযান চালানো হয়েছে৷ বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ সামগ্রী, পলিব্যাগ, গ্যাস সিলিন্ডার, বিলেতি মদ ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে৷ পাশাপাশি এদিন মাছে ফরমালিন ব্যবহার করা হচ্ছে কি না তাও খতিয়ে দেখা হয়েছে৷ তাছাড়া, ওজন ও পরিমাপ যন্ত্র সঠিক রয়েছে কি না তাও খতিয়ে দেখা হয়েছে৷ ডিসিএম আরও জানিয়েছেন আগামীদিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে মহকুমার বিভিন্ন বাজারে৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande