মেলাঘরে হাতেনাতে ধরা পড়ল চোর, পুলিশে দিল বাজার কমিটি
বক্সনগর (ত্রিপুরা), ৫ ফেব্রুয়ারি (হি.স.) : প্রকাশ্য দিবালোকে দোকানে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চোর। ঘটনাটি ঘটেছে বুধবার সিপাহীজলা জেলার মেলাঘর মোটরস্ট্যান্ড সংলগ্ন দেবনগর এলাকায়। জানা গিয়েছে, বুধবার মেলাঘর বাজারের এক দোকানে চুরি করতে গিয়ে দোকা
আটক চোর


বক্সনগর (ত্রিপুরা), ৫ ফেব্রুয়ারি (হি.স.) : প্রকাশ্য দিবালোকে দোকানে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চোর। ঘটনাটি ঘটেছে বুধবার সিপাহীজলা জেলার মেলাঘর মোটরস্ট্যান্ড সংলগ্ন দেবনগর এলাকায়।

জানা গিয়েছে, বুধবার মেলাঘর বাজারের এক দোকানে চুরি করতে গিয়ে দোকানের মালিকের হাতে ধরা পড়ে চোর। ঘটনাস্থলে মুহূর্তের মধ্যে বাজার কমিটি এবং স্থানীয় লোকজন জড়ো হন। বাজার কমিটির সক্রিয় ভূমিকার মাধ্যমে চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চোর কালু নিজেই স্বীকার করেছে সে মেলাঘর বাজারে বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত।

উল্লেখ্য, দেড় বছর ধরে মেলাঘর বাজারে ঘনঘন চুরির ঘটনা ঘটে চলেছে। স্থানীয়দের অভিযোগ এসব চুরির ঘটনায় পুলিশ বা বাজার কমিটি কোন কার্যকর ব্যবস্থা নিতে পারছিল না। মেলাঘর থানার পুলিশ জানিয়েছে, কালুকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande