কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.): বুধবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে সূচনা হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের। এবারেও এসেছেন মুকেশ আম্বানি, হর্ষ নেওটিয়া, সজ্জন জিন্দাল, সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জীব পুরী। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সকলেই প্রায় লগ্নিতে আগ্রহ দেখিয়েছেন।
বুধবার সম্মেলনের প্রথম দিনের সারসংক্ষেপ জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, মোট ১৯ লক্ষ কোটি টাকার একটু বেশি লগ্নি এসেছিল বঙ্গে। তার মধ্যে ১৩ লক্ষ কোটির কাজ ইতিমধ্যে হয়ে গিয়েছে। বাকি ৬ লক্ষ কোটি অর্থ দিয়ে বিভিন্ন কাজ চলছে। তিনি আরও জানান, মুকেশজি জানিয়েছেন, কলকাতা থেকেই ওরা জিও-র পরিষেবা দেবে গোটা বিশ্বে। গেটওয়ে হবে কলকাতা। এটা খুবই ভাল। সজ্জন জিন্দালজি জানিয়েছেন, শালবনিতে ওদের যেখানে কারখানা আছে, সেখানে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বিদ্যুতের জন্য। এছাড়া অন্ডাল বিমানবন্দরটা ওরা নিজেরা নিয়ে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে উঠবে বলে জানিয়েছেন। সৌরভও একটা কাজ করতে আগ্রহী। তবে তা নিয়ে আইনি জটিলতা থাকায় ও প্রকাশ্যে কিছু বলেনি। এছাড়া এদিন কলকাতা-ইউরোপ উড়ান পরিষেবা নিয়ে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। টাটা সন্সের চেয়ারম্যান চন্দ্রশেখরন তাঁকে এ বিষয়ে নিরাশ করেননি বলে জানান। এছাড়া ব্রিটিশ এয়ারওয়েজ ও জার্মানি প্রতিনিধিদের কাছে লুফথ্হানসা এয়ারলাইন্সের সাহায্যে কলকাতা থেকে ইউরোপ পর্যন্ত বিমান পরিষেবা চালুর আবেদন জানান। সকলেই এবিষয়ে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, এদিন কলকাতায় এআই হাব তৈরি করার ঘোষণা করেছেন মুকেশ আম্বানি। জানিয়েছেন, বাংলায় এখনও পর্যন্ত জিও স্টোর রয়েছে ১৩০০। আরও ৪০০ স্টোর হবে এই রাজ্যে। ‘স্বদেশ’ নামে একটি স্টোর খোলা হবে বলেও জানিয়েছেন তিনি। তার মাধ্যমে বালুচরী, মসলিন, কাঁথা স্টিচের মতো বাংলার শাড়ির বিশ্ববিপণন করা হবে। অম্বুজা নেওটিয়া-র হর্ষ নেওটিয়া বলেন, আগামী ৫-৬ বছরে আরও ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছি। জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল বলেন, ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগে শালবনিতে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে আমাদের। এ ছাড়া প্রায় ২০০০ একর জমির উপর একটা শিল্পতালুক তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরপিএসজি গ্রুপের সঞ্জীব গোয়েঙ্কা জানান, আমরা এই রাজ্যে আরও প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করব। আইটিসি-র সঞ্জীব পুরী জানিয়েছেন, তাঁরা এআই হাব করতে চলেছেন বাংলায়।
মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই জানতে চান বিজিবিএস করে লাভ কী? আমার উত্তর, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বাণিজ্য সম্মেলন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ