হাফলং (অসম), ৫ ফেব্রুয়ারি (হি.স.) : পদ্মশ্রীর জন্য মনোনীত হলেন হাফলং শহরের বিশিষ্ট নাগরিক তথা ডিমাসা লোকসংগীতের গবেষক ও বিশেষ অবদান রাখা জয়নাচরণ বাটারিকে। হাফলং থানার অন্তর্গত জুরাই বাটারি গ্রামে জন্মগ্রহণকারী ৮৪ বছরের জয়নাচরণ বাটারি পদ্মশ্রীর জন্য মনোনীত হওয়ায় তার পরিবারের পাশাপাশি সমগ্র ডিমা হাসাও জেলায় খুশির হওয়া বইছে।
ডিমাসা লোকসংগীতের ওপর বিশেষ অবদান রাখা এবং গবেষণার ফলস্বরূপ জয়নাচরণ বাটারিকে পদ্মশ্রীর জন্য মনোনীত করা হয়েছে। ডিমাসা জনগোষ্ঠীর মধ্যে প্রথম জয়নাচরণ বাটারি যিনি ভারতের সর্বোচ্চ এই সম্মানে ভূষিত হবেন।
উল্লেখ্য তাঁর আগে ডিমা হাসাও জেলা থেকে রামকুয়ংবে জেমিকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব