মেধা ও যোগ্যতাকেই নিয়োগ প্রক্রিয়ায় স্বীকৃতি দেওয়া হচ্ছে : মুখ্যমন্ত্রী
আগরতলা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : যোগ্য মেধাবীরা যাতে বঞ্চিত না হয় সেদিকে সরকারের নজর রয়েছে। দলীয় আনুগত্যকে প্রাধান্য না দিয়ে মেধা ও যোগ্যতাকেই নিয়োগ প্রক্রিয়ায় স্বীকৃতি দেওয়া হচ্ছে। বুধবার আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে নিয়োগপ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য
নিয়োগপত্র বিতরণ


আগরতলা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : যোগ্য মেধাবীরা যাতে বঞ্চিত না হয় সেদিকে সরকারের নজর রয়েছে। দলীয় আনুগত্যকে প্রাধান্য না দিয়ে মেধা ও যোগ্যতাকেই নিয়োগ প্রক্রিয়ায় স্বীকৃতি দেওয়া হচ্ছে। বুধবার আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে নিয়োগপ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

বক্তব্য রাখতে গিয়ে প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন কর্মচারিরা হচ্ছেন প্রশাসনের মূল চালিকা শক্তি। সরকারের নীতি, নির্দেশিকা, জনকল্যাণে গৃহীত কর্মসূচিকে মানুষের কাছে পৌঁছে দিতে কর্মচারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, ত্রিপুরার যুবক যুবতীরা যাতে রাজ্যে চাকরি পেতে পারেন তার জন্য সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষের জানুয়ারি পর্যন্ত মোট ১৬,৪৫১ জনকে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও কৃষিমন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস, সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মুখ্যসচিব জে কে সিনহা, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande