উমরাংসোতে সড়ক দুর্ঘটনা, হত যুবক
উমরাংসোতে সড়ক দুর্ঘটনা, হত যুবক
উমরাংসোতে সড়ক দুর্ঘটনা, হত যুবক


হাফলং (অসম), ৫ ফেব্রুয়ারি (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত উমরাংসোতে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়ে চলছে। আজ বুধবার বিকালে এক ভয়ংকর সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে বছর ১৮-এর এক যুবকের। উমরাংসোর ২৯ কিলো এবং লংকুর মধ্যবর্তী সড়কে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

জানা গেছে, লংকা থেকে উমরাংসোর দিকে আসছিল একটি ট্রাক। কিছু দূর আসার পর ট্রাকের চালক রাস্তার পাশে ট্রাক থামিয়ে কিছু খাওয়ার নিয়ে আসার কথা বলে খালাসি জিৎ ছেত্রী নামের ১৮ বছরের যুবককে। চালকের নির্দেশে ট্রাক থেকে নেমে জিৎ ছেত্রী রাস্তা অতিক্রম করার সময় দ্রুতবেগে উল্টো দিক থেকে একটি ট্রাক এসে তাকে দুবার ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এদিকে দুর্ঘটনার পরপরই এপিজিসিএল কোম্পানির এই ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande