আগরতলা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : বুধবার আগরতলায় উমাকান্ত স্টেডিয়ামে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত ভগবান বিরসা মুন্ডা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক মীনা রাণী সরকার, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে, জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস প্রমুখ।
প্রসঙ্গত, জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টে ত্রিপুরার ৮টি জেলা থেকে জনজাতি হোস্টেলগুলির ছাত্রছাত্রীদের ১৬টি দল অংশগ্রহণ করেছে। এই ফুটবল টুর্নামেন্টের স্লোগান হচ্ছে 'ফুটবল ইজ গেম, ড্রাগস আর শেইম'।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das