সাব্রুম (ত্রিপুরা), ৫ ফেব্রুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী বাজেটের বিরুদ্ধে বুধবার কৃষক ফ্রন্টের ডাকে বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত হয়। সাব্রুম সিআইটিইউ অফিস থেকে শুরু হওয়া এই প্রতিবাদ মিছিলটি বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে সিআইটিইউ মহকুমা অফিসের সামনে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন কৃষক ফ্রন্টের নেতৃত্ব পবিত্র কর এবং শ্রমিক নেতা বিপ্লব সান্যাল। তাঁরা অভিযোগ করেন কেন্দ্রীয় বাজেট কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের স্বার্থকে উপেক্ষা করে কর্পোরেট সংস্থাগুলোর স্বার্থ রক্ষা করছে। কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত না করায় এবং কৃষি খাতে বিনিয়োগ না বাড়ানোর ফলে দেশের কৃষি ব্যবস্থা আরও সংকটে পড়বে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
শ্রমিক নেতা বিপ্লব সান্যাল বলেন, এই বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে। কর্মসংস্থানের কোনও দিশা নেই, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেই, অথচ কর্পোরেটদের জন্য করছাড়ের সুবিধা দেওয়া হয়েছে।
বক্তারা দাবি করেন, কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে কৃষকদের দাবি মানতে হবে, শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করতে হবে এবং জনমুখী বাজেট তৈরি করতে হবে।
এই প্রতিবাদ কর্মসূচিতে কৃষক ও শ্রমিক সংগঠনের বহু মানুষ অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে তাদের অসন্তোষ প্রকাশ করেন। কৃষক ফ্রন্টের নেতৃত্ব ঘোষণা করেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় তাঁরা আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাবেন। এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে রাজ্যজুড়ে কৃষক ও শ্রমিক আন্দোলন আরও বেগবান হবে বলে মনে করেন আন্দোলনকারীরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ