রাঁচি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের রাঁচিতে মঙ্গলবার রাতে জোড়া খুনের অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছে দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে , এই ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এক পুলিশ অধিকারিক জানান, মঙ্গলবার রাতে স্কুটি করে দুই দুষ্কৃতী এসে নাগড়ি থানার অন্তর্গত কাতরপা গ্রামে দুজনকে গুলি করে। প্রাথমিক তদন্ত–এ জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য