নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): মঙ্গলবারের পর বুধবারও জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে হল বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ফের একবার পর্যালোচনা বৈঠক করেছেন। বুধবার সকাল এগারোটা নাগাদ অমিত শাহের বাসভবনে এই বৈঠক হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী-সহ অন্যান্য আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
গতমাসে যে পর্যালোচনা বৈঠক হয়েছিল, তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ দূর করতে সমন্বিত উপায়ে কাজ করা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণে সব নিরাপত্তা সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন। মিশন মোডে এলাকায় টহল এবং ‘জিরো টেরর প্ল্যান’ কার্যকর করার ওপর জোর দেন তিনি। মঙ্গলবারের বৈঠক নিস্পত্তি না হওয়ায় বুধবার ফের বৈঠক করলেন অমিত শাহ।
হিন্দুস্থান সমাচার / রাকেশ