পশ্চিমবঙ্গের তরুণীকে ব্ল্যাকমেইল, বিশ্রামগঞ্জে গ্রেফতার যুবক
আগরতলা, ১৪ জানুয়ারি (হি.স.) : পশ্চিমবঙ্গের এক তরুণীকে ব্ল্যাকমেইল করার অভিযোগে সাইবার অপরাধের মামলায় মঙ্গলবার দেবাশিস সূত্রধর নামে সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠ
গ্রেফতার


আগরতলা, ১৪ জানুয়ারি (হি.স.) : পশ্চিমবঙ্গের এক তরুণীকে ব্ল্যাকমেইল করার অভিযোগে সাইবার অপরাধের মামলায় মঙ্গলবার দেবাশিস সূত্রধর নামে সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং যার ফলে অভিযুক্ত যুবক ভিডিও কলের সময় স্ক্রিনশট নিয়ে হুমকি দিয়ে ওই তরুণীর কাছ থেকে টাকা আদায় করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে দেবাশিস এবং ওই তরুণী ফোন কল এবং ভিডিও চ্যাটের মাধ্যমে ঘন ঘন যোগাযোগ করতেন। এই আলাপচারিতার সময় দেবাশিস গোপনে স্ক্রিনশট ধারণ করত। পরে সে ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহার করে। ছবি ফাঁস করার হুমকি দিয়ে অভিযুক্ত যুবক তরুণীকে প্রচুর পরিমাণে টাকা দিতে বাধ্য করে। অবশেষে ওই তরুণী পশ্চিমবঙ্গের বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বাগুইআটি থানার পুলিশ বিশ্রামগঞ্জ থানার পুলিশের সাথে যোগাযোগ করে। দুই থানার যৌথ প্রচেষ্টায় দেবাশিসকে গ্রেফতার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande