দিনহাটায় বচসার মাঝে পরস্পরকে আক্রমণের জেরে হত ২
কোচবিহার, ১৫ জানুয়ারি (হি.স.): বচসার মাঝে একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করায় ২ যুবকের মৃত্যু হল। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তাঁরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দিনহাটার এসডিপিও ধীমান মিত্র বলেন, দুজনেরই মৃত্যু হয়েছ
Death


কোচবিহার, ১৫ জানুয়ারি (হি.স.): বচসার মাঝে একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করায় ২ যুবকের মৃত্যু হল। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তাঁরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দিনহাটার এসডিপিও ধীমান মিত্র বলেন, দুজনেরই মৃত্যু হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মৃতদের নাম ইউসুফ মিয়া ও হাসানুর রহমান। দুজনেই ভেটাগুড়ি-২ গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাডাঙ্গা এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাতে দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। এদিকে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। রাতেই দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande