ইমফল পশ্চিমে মণিপুর রাইফেলস-এর ক্যাম্পে ড্রোন বোমা হামলা সন্দেহভাজন সশস্ত্র জঙ্গিদের
ইমফল পশ্চিমে কংচুপ ফুটহিলে মণিপুর রাইফেলস-এর ক্যাম্পে ড্রোন বোমা হামলা সন্দেহভাজন সশস্ত্র জঙ্গিদের
মণিপুর রাইফেলস-এর ক্যাম্পে ড্রোন বোমা হামলা (ফাইল ফটো)


ইমফল, ১৫ জানুয়ারি (হি.স.) : ইমফল পশ্চিম জেলার অন্তর্গত কংচুপ ফুটহিলে অবস্থিত ৫ নম্বর মণিপুর রাইফেলস-এর ক্যাম্পে ড্রোন বোমা হামলা চালিয়েছে সন্দেহভাজন সশস্ত্র জঙ্গিরা। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

আজ বুধবার রাজ্য পুলিশ সদরের এক সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাত প্রায় সাড়ে নয়টি নাগাদ ঘটনাটি সংঘটিত হয়েছে। আচমকা একটি ড্ৰোন বোমা মণিপুর রাইফেলস-এর ক্যাম্পের গেটে বিস্ফোরিত হয়। সে সময় ক্যাম্পের গেটে প্রহরা দিচ্ছিলেন কয়েকজন জওয়ান। বোমাটি বিস্ফোরিত হলেও সৌভাগ্যবলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ড্রোন বোমাটি কুকি সশস্ত্র জঙ্গিরা নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande