শান্তিরবাজার হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতি 
শান্তিরবাজার (ত্রিপুরা), ১৫ জানুয়ারি (হি.স.) : বুধবার সকাল থেকে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারস্থিত জেলা হাসপাতালের সাফাই কর্মীরা কর্মবিরতি আন্দোলন সংগঠিত করলেন। তাঁদের অভিযোগ এনবিএস সংস্থার অধীনে ২৫ জন কর্মী শান্তিরবাজার জেলা হাসপাতালে সাফাই ক
শান্তিরবাজার হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতি 


শান্তিরবাজার (ত্রিপুরা), ১৫ জানুয়ারি (হি.স.) : বুধবার সকাল থেকে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারস্থিত জেলা হাসপাতালের সাফাই কর্মীরা কর্মবিরতি আন্দোলন সংগঠিত করলেন।

তাঁদের অভিযোগ এনবিএস সংস্থার অধীনে ২৫ জন কর্মী শান্তিরবাজার জেলা হাসপাতালে সাফাই কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তাদের মূল বেতন ১৩,৩৮৬ টাকা। প্রতিমাসের মূল বেতন থেকে কেটে ১১ হাজার টাকা তাঁদের হাতে তুলে দেওয়ার কথা। কিন্তু তারা লক্ষ্য করছেন ৬,০০০ টাকা দিয়ে বাকি টাকা ইপিএফ -এর জন্য কাটা হচ্ছে বলে তাঁদের কাছে বলছে সংশ্লিষ্ট সংস্থার কর্মীরা। আর এই টাকা দিয়ে সংসার পরিচালনা করতে তারা হিমশিম খাচ্ছেন।

অবশেষে বুধবার সকাল থেকে তাঁরা কর্মবিরতি শুরু করেন। তাঁদের বক্তব্য তাঁরা ইপিএফ চায়না। তাঁদের মূল বেতন ১৩ হাজার ৩৮৬ টাকা যাতে প্রতি মাসে ১০ তারিখের মধ্যে দেওয়া হয়। এদিকে সংস্থার বিরুদ্ধে অভিযোগ তাঁরা প্রতি মাসে বেতন নিয়ে হাসপাতালে সাফাই কর্মীদের সাথে তালবাহানা করে চলেছে। চলতি মাসে ১৫ তারিখ হয়ে গেলেও এখন পর্যন্ত তাঁরা বেতন পাননি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande