“মেয়রও নিজের দায়িত্ব অস্বীকার করতে পারেন না”, বাড়ি-বিপর্যয় নিয়ে তোপ অভিজ্ঞর
অশোক সেনগুপ্ত কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.): বাঘাযতীনে মঙ্গলবারের বাড়িভাঙা নিয়ে বুধবার আলোচনার কেন্দ্রে পুরসভা ও প্রশাসনের ভূমিকা। এই অবস্থায় আই আই টি বেনারস এবং নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির স্নাতক, বর্তমানে অবসরপ্রাপ্ত প্রফেসর এবং স্ট্রাকচারাল
বহুতল


অশোক সেনগুপ্ত

কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.): বাঘাযতীনে মঙ্গলবারের বাড়িভাঙা নিয়ে বুধবার আলোচনার কেন্দ্রে পুরসভা ও প্রশাসনের ভূমিকা। এই অবস্থায় আই আই টি বেনারস এবং নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির স্নাতক, বর্তমানে অবসরপ্রাপ্ত প্রফেসর এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অলোক সরকার প্রকাশ্যে দাবি করলেন, “দুর্নীতির সঙ্গে উঁচু থেকে নীচু তলার সবাই জড়িত। মেয়রও নিজের দায়িত্ব অস্বীকার করতে পারেন না”।

প্রশ্ন— এরকম দুর্ঘটনার জন্য মূল দায়ী কে? পুরসভার বিল্ডিং বিভাগ, না স্থানীয় পুরপিতা, না বিধায়ক?

উঃ— বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে যে বাড়িটি ভেঙে পড়েছে, আমার মতে তার জন্য প্রোমোটার, পুরসভার বিল্ডিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, স্থানীয় কাউন্সিলর এবং পুরসভার আধিকারিক সকলেই দায়ী। নিয়ম অনুযায়ী এই ব্যাপারে মেয়রও নিজের দায়িত্ব অস্বীকার করতে পারেন না।

প্রশ্ন— বড় দুর্ঘটনা ঘটলে তদন্ত হয়। ব্যস ওই পর্যন্তই। দৃষ্টান্তমূলক শাস্তি হয়না। কেন?

উঃ— সর্ষের মধ্যে ভূত থাকলে ভূতকে তাড়ানো যায় না। এক্ষেত্রেও একই উপমা প্রযোজ্য। সেইজন্য দায়সারা গোছের তদন্ত হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দৃষ্টান্তমূলক বিচার বা শাস্তি হয় না।

প্রশ্ন— ভারতের অন্য বড় শহরগুলোতেও কি একই চিত্র?

উঃ— ভারতের অনেক শহরেই অল্প বিস্তর এই ধরনের ঘটনা ঘটে। তবে, ইদানিং কলকাতা সবাইকে ছাপিয়ে গেছে। এখন কলকাতা ভারতের সবচেয়ে দুর্নীতিগ্ৰস্ত শহরগুলোর মধ্যে একটি।

প্রশ্ন— উন্নত দেশের নির্মাণকাজের সতর্কতার সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়?

উঃ— আমি উনিশ বছর নিউইয়র্কে ছিলাম। ওখানে বহু বিল্ডিং এবং ব্রিজ নির্মাণ কাজের সঙ্গে জড়িত ছিলাম। এমনকি নিউইয়র্ক সিটির মেয়রের অফিসের সাথেও কাজ করেছি। কলকাতায় বিল্ডিংগুলো যেভাবে ভেঙে পড়ছে নিউইয়র্কে এইরকম ঘটনা কল্পনাও করা যায় না।

ওখানে বিল্ডিং রুল অনুযায়ী বাড়ির নকশা তৈরি করা হয়। সেই নকশা চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কমিশনার পর্যন্ত সাইন করেন, অবশ্য ছোট প্রজেক্টের ক্ষেত্রে বিল্ডিং ডিপার্টমেন্ট এর দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাইন করলেই হয়। বড় বা ছোট কোন ফ্যাক্টর নয়, পাবলিক সেফটি সবার আগে। কোনও মানুষ মারা গেলে দায়িত্বরত কর্মকর্তাদের জেলে যাওয়া ছাড়া অন্য কোনও উপায় নেই। ওখানে লিগ্যাল সিস্টেমটি খুব তুখোড়। সব আইন ভঙ্গকারীকে সাজা পেতে হয় তা সে যত বড় মাপের মানুষ হোকনা কেন।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande