- লেংপুই বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা মুখ্যমন্ত্রী লালডুহোমা সহ মন্ত্রীদের
- গুয়াহাটির নীলাচল পাহাড়ে গিয়ে আশীর্বাদ চাইলেন মা কামাখ্যার
আইজল, ১৫ জানুয়ারি (হি.স.) : আগামীকাল বৃহস্পতিবার মিজোরামের ২৫-তম রাজ্যপাল পদে শপথ নেবেন প্রাক্তন সেনাপ্রধান বিজয়কুমার সিং। মিজোরামের রাজধানী আইজলে আসার পথে আজ তিনি গুয়াহাটির নীলাচল পাহাড়ে গিয়ে মা কামাখ্যার আশিস চেয়ে পুজো দিয়েছেন।
এক প্রেস বার্তায় গভর্নরের পিআরও ড. লালাউমকিমা থাংলুয়া জানান, আগামীকাল ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় রাজভবনের সার্কুলার লন-এ নয়া রাজ্যপাল ভিকে সিংকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করাবেন গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণোই।
গুয়াহাটি থেকে আজ বিকালে লেংপুই বিমানবন্দরে অবতরণ করেন রাজ্যপাল পদে মনোনীত জেনারেল পিভিএসএম, এভিএসএম, ওয়াইএসএম (অবসরপ্রাপ্ত) ড. বিজয়কুমার সিং এবং রাজ্যের প্রথম মহিলা-মনোনীত ভারতী সিং। বিমানবন্দরে উভয়কে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী লালডুহোমা ও তাঁর স্ত্রী, স্পিকার পু লালবিয়াকজামা, গৃহমন্ত্রী কে সাপডাঙ্গা, মুখ্যসচিব খিল্লিরাম মীনা, ডিজিপি পি অনিল শুক্লা সহ বিশিষ্টজনেরা।
সন্ধ্যায় রাজভবনে একটি সংবর্ধনা তথা উষ্ণ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অভ্যর্থনা অনুষ্ঠানে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী লালরিনপুই, গ্রামোন্নয়ন মন্ত্রী অধ্যাপক লালনিলাউমা, ক্রীড়া মন্ত্রী লালনহিঙ্গলোভা মার সহ প্রায় সব মন্ত্রী এবং রাজভবন ও রাজ্য সরকারের সাধারণ ও পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকবর্গ।
এদিকে বিমনাবন্দর এবং রাজভবনে আজ রাজ্যপাল-মনোনীত ড. বিজয়কুমার সিংকে গাৰ্ড অব অনার দেওয়া হয়েছে।
নবাগত রাজ্যপাল ভিকে সিঙের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা, তাঁর মন্ত্রিসভার সহকর্মীগণ, বিধানসভার অধ্যক্ষ লালবিয়াকজামা, ডেপুটি স্পিকার লালফামকিমা এবং বিধায়কবর্গ।
প্রাক্তন সেনাপ্রধান তথা প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী বিজয়কুমার সিংকে গত বছরের (২০২৪ সাল) ২৪ ডিসেম্বর মিজোরামের রাজ্যপাল হিসেবে নিযুক্তি দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি প্রাক্তন রাজ্যপাল হরি বাবু কামহামপতির স্থলাভিষিক্ত হবেন। হরি বাবু ওড়িশার রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস