আরপিএফ-এর অভিযানে ডিসেম্বর ২৪-এ উদ্ধার প্ৰায় ১.১৫ লক্ষ টাকার রেলওয়ে টিকিট, গ্রেফতার চার দালাল
আরপিএফ-এর অভিযানে ডিসেম্বর ২৪-এ উদ্ধার প্ৰায় ১.১৫ লক্ষ টাকার রেলওয়ে টিকিট, গ্রেফতার চার দালাল
আরপিএফ-এর হাতে গ্রেফতার দালাল


গুয়াহাটি, ১৫ জানুয়ারি (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) গত মাসে তালাশি অভিযান চালিয়ে অবৈধভাবে রেলের টিকিট বিক্রির অভিযোগে চার দালালকে গ্রেফতার করেছে। ২০২৪ সালের ডিসেম্বরে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১.১৫ লক্ষ টাকার বেশি মূল্যের ৪৫টি (০৬-লাইভ এবং ৩৯-ব্যবহৃত) রেলওয়ে টিকিট উদ্ধার করেছে। রেলওয়ে আইনের সংশ্লিষ্ট ধারার অধীনে গ্রেফতারকৃত দালালদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ বুধবার এক প্রেস বার্তায় এ তথ্য দিয়ে জানান, ২২ ডিসেম্বর (২০২৪) কাটিহারের আরপিএফ সিআইবি টিম এবং পূর্ণিয়ার আরপিএফ টিম যৌথভাবে বিহারের পুরানগঞ্জে অবস্থিত ‘গালিব কম্পিউটারস’-এ তল্লাশি অভিযান চালায়। অভিযানে প্রায় ৪৭,৯২৮.৩০ টাকা মূল্যের ২০টি ই-টিকিট (একটি লাইভ এবং ১৯টি ব্যবহৃত) উদ্ধার করে। এ ঘটনায় এক দালালকে আটক করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পূর্ণিয়া আরপিএফ পোস্টে রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে।

৭ ডিসেম্বর (২০২৪) আরপিএফ/লামডিঙের সিআইবি টিম এবং নিউ হাফলঙের আরপিএফ টিম এক দালালকে আটক করে এবং প্রায় ২,৫৩০ টাকা মূল্যের একটি রেলওয়ে টিকিট উদ্ধার করে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নিউ হাফলঙের আরপিএফ পোস্টে রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রেলওয়ে টিকিটের অকর্তৃত্বশীল ও অবৈধ ক্রয়-বিক্রয়ের প্রতি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ কড়া নজরদারি রেখেছে। ট্রেনে যাত্রার সময় যাতে কোনও ধরনের সমস্যার সম্মুখীন না-হতে হয়, তার জন্য যাত্রীদের উপযুক্ত টিকিটের সাথে ভ্রমণ করতে প্রেস বার্তার মাধ্যমে অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande