গল্ফগ্রিনে খাটের নীচে তরুণীর গলাকাটা দেহ উদ্ধার
কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.): বুধবার সন্ধ্যায় গল্ফগ্রিন এলাকায় একটি বাড়ি থেকে এক তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর গলা কাটা অবস্থায় ছিল। বাড়ির খাটের নীচ থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। কীভাবে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট ন
গল্ফগ্রিনে খাটের নীচে তরুণীর গলাকাটা দেহ উদ্ধার


কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.): বুধবার সন্ধ্যায় গল্ফগ্রিন এলাকায় একটি বাড়ি থেকে এক তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর গলা কাটা অবস্থায় ছিল। বাড়ির খাটের নীচ থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। কীভাবে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়।

রাজেন্দ্র প্রসাদ কলোনি এলাকায় ওই তরুণী তাঁর মায়ের সঙ্গে গল্ফগ্রিন থানার কাছেই একটি বাড়িতে থাকতেন বলে পুলিশ জানিয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। স্থানীয় সূত্রে খবর, তরুণীকে বুধবার দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছু ক্ষণ পরে খাটের নীচ থেকে রক্ত গড়িয়ে আসতে দেখা যায়। সেখান থেকেই দেহ উদ্ধার হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। সন্ধ্যা ৬টা নাগাদ তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande