বাজারিছড়া (অসম), ১৫ জানুয়ারি (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন হাতিখিরা কমিউনিটি হেল্থ সেন্টারের নৈশ প্রহরী খুনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মৃতকে বছর ৩০-এর প্রসেনজিৎ আঁকুড়া বলে শনাক্ত করা হয়েছে। খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বুধবার সকালে উত্তেজিত জনতা অসম-ত্ৰিপুরা ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। তবে খুনের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে বছর ৪০-এর উত্তম গৌড় নামের একজনকে।
গতকাল মঙ্গলবার মকর সংক্রান্তির রাত ১১টা নাগাদ হাতিখিরা কমিউনিটি হেল্থ সেন্টারের গেটে অস্থায়ী নৈশ প্রহরী প্রসেনজিৎ আঁকুড়ার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন হাসপাতালের কর্মীরা। খবর দেওয়া হয় বাজারিছড়া থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ হাসপাতালের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে ১৮ নম্বর লাইনের বাসিন্দা উত্তম গৌড়কে আটক করে। সিসি ক্যামেরার ফুটেজে উত্তমের সঙ্গে দৃশ্যমান আরও এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। খুনের শিকার প্রসেনজিৎ আঁকুড়া এবং অভিযুক্ত খুনি উত্তম গৌড় একই লাইনের বাসিন্দা।
মৃত প্রসেনজিতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাঁকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে।
আজ বুধবার ভোররাতে প্রশাসনিক ম্যাজিস্ট্রেট তথা সার্কল অফিসারের উপস্থিতিতে প্রসেনজিৎ আঁকুড়ার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যর শ্রীভূমির সিভিল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এদিকে আজ (বুধবার) সকালে উত্তেজিত জনতা প্ৰসেনজিতের অপর খুনিকে গ্রেফতার করে উভয়কে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অসম-ত্ৰিপুরা ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। এরই মধ্যে একাংশ উত্তেজিত জনতা খুনের সঙ্গে জড়িত মূল অভিযুক্ত উত্তম গৌড়ের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন। অবশ্য পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস