মেদিনীপুর স্যালাইন কাণ্ড: এসএসকেএম-এ তিন প্রসূতির অবস্থা সঙ্কটজনক
কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.): মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন কাণ্ডে অসুস্থ হওয়া তিন প্রসূতিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে জানা গেছে, মিনারা বিবি (সি সি ইউ ১৩)–য়, মাম্পি
এসএসকেএম সাংবাদিক বৈঠক


কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.): মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন কাণ্ডে অসুস্থ হওয়া তিন প্রসূতিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মিনারা বিবি (সি সি ইউ ১৩)–য়, মাম্পি সিং (সি সি ইউ ১৪)–য় এবং নাসরিন খাতুন (আই টি ইউ ৩)–এ এই তিন প্রসূতির চিকিৎসা চলছে। মাম্পি সিং এবং নাসরিন খাতুনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। মাম্পি সিং এখনও ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন, এবং নাসরিন খাতুনকে ভেন্টিলেশন থেকে বের করার চেষ্টা চলছে, যদিও তিনি এখনও ভেন্টিলেশনে আছেন। মিনারা বিবিকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। তিনজনের অবস্থাই স্থিতিশীল নয়।

চিকিৎসার অংশ হিসেবে মাম্পি সিং এবং মিনারা বিবির সিটি স্ক্যান করা হবে। নাসরিন খাতুনের প্রতিদিন ডায়ালিসিস করা হচ্ছে। জানা গেছে, তিনজনেরই ডায়ালিসিসের প্রয়োজন হচ্ছে। তাঁদের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তাদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে।

এসএসকেএম হাসপাতালের এমএসভিপি প্রফেসর (ড.) পীযূষ কুমার রায় এবং এএমএস ড. অমিত মজুমদার এই চিকিৎসার তত্ত্বাবধান করছেন।

প্রসঙ্গত, মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন ব্যবহারের পর এই তিন প্রসূতির শারীরিক অবস্থার অবনতি ঘটে। স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের কমিটি প্রাথমিক তদন্তে অনুমান করেছে যে রিঙ্গার ল্যাকটেট স্যালাইনই এঁদের অসুস্থতার কারণ। অবস্থা অবনতির দিকে যাওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তর করা হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande