ডায়মন্ড হারবার, ১৫ জানুয়ারি (হি.স.): স্বাস্থ্য পরিষেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে সেবাশ্রয়। মাত্র ১৪ দিনে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এই স্বাস্থ্য কর্মসূচির অধীনে স্বাস্থ্য সুবিধা পেয়েছেন ২.৭ লক্ষাধিক মানুষ। শুধুমাত্র ফলতাতেই গত তিনদিনে প্রতিদিন ১৩-১৪ হাজার মানুষ শিবিরে এসেছেন। প্রতিদিন গড়ে ৩০০-৩৫০ জন সেবাশ্রয় শিবিরে প্রদত্ত পরিষেবা থেকে উপকৃত হয়েছেন।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গত ২ জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারে শুরু হয়েছে ‘সেবাশ্রয়’ কর্মসূচি। বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ প্রদান এবং গুরুতর অসুস্থদের হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে এই কর্মসূচির মাধ্যমে। বুধবার ফলতার জোড়া বটতলায় একটি সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে যান অভিষেক, সেখানে সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। ছোটদের সঙ্গে খুঁনসুটি এবং বড়দের হাতজোড় করে প্রণাম করেন তিনি।
হিন্দুস্থান সমাচার / রাকেশ