ধোলপুর, ১৫ জানুয়ারি (হি.স.) : রাজস্থানে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা তলানিতে। তার জেরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে গেল। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে ধোলপুরের দিহোলি থানা এলাকায় ধোলপুর-রাজাখেদা সড়কে। জানা গেছে, বাইক আরোহী অনিল (৩৫) আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ফেরার সময় ঘন কুয়াশায় লরির সঙ্গে ধাক্কা লাগে তাঁর বাইকের। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। লরি চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য