মালদা, ১৫ জানুয়ারি (হি.স.): পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ঘটলেও বুধবার সকাল আটটা নাগাদ আগুনের বিষয়টি সামনে আসে, যা ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ এলাকার অধিকাংশ বাসিন্দাই পাট ব্যবসার সঙ্গে যুক্ত। ওই এলাকার এক পাট ব্যবসায়ী অমর সাহার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গুদামে প্রায় ৬০ থেকে ৭০ কুইন্টাল পাট মজুত ছিল। আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে মালদা থানার পুলিশ ও দমকল বাহিনীও ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়।
স্থানীয়দের প্রাথমিক অনুমান, শর্ট-সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানা পুলিশ। দমকল বাহিনীর এক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
পাট ব্যবসায়ী অমর সাহা জানান, ‘‘স্থানীয় বাসিন্দাদের ও দমকল বাহিনীর তৎপরতায় বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। দ্রুত আগুন নেভাতে সক্ষম হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’’ প্রাথমিকভাবে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়