কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে ঘটনাস্থলে ডগ স্কোয়াড
মালদা, ১৫ জানুয়ারি (হি.স.): কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে ঘটনাস্থলে গেল ডগ স্কোয়াড। বুধবার ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের ডগ স্কোয়াড। তদন্তে নামানো হয় স্নিফার কুকুর, তাদের মাধ্যমে হত্যার মূল সূত্র উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার পর থেকেই এলাকায় টানটান উত্
কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে ঘটনাস্থলে ডগ স্কোয়াড


মালদা, ১৫ জানুয়ারি (হি.স.): কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে ঘটনাস্থলে গেল ডগ স্কোয়াড। বুধবার ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের ডগ স্কোয়াড। তদন্তে নামানো হয় স্নিফার কুকুর, তাদের মাধ্যমে হত্যার মূল সূত্র উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার পর থেকেই এলাকায় টানটান উত্তেজনা রয়েছে। পুলিশ স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বই সামনে আসছে। তবে কারা এই হত্যাকাণ্ডে জড়িত, তা নিয়ে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে। তবে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল, যা নিয়ে একাধিকবার পুলিশকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande