গুয়াহাটি, ১৫ জানুয়ারি (হি.স.) : আগামী ২৪ এবং ২৫ ফেব্ৰুয়ারি অনুষ্ঠেয় 'অ্যাডভান্টেজ অসম-২.০'-এর প্ৰচারে সংযুক্ত আরব আমিরার দুবাই গিয়েছেন রাজ্যের শিল্প, বাণিজ্য দফতরের মন্ত্ৰী বিমল বরা।
মন্ত্রী বিমল বরা দুবাইয়ে প্ৰথমসারির শিল্প প্ৰতিষ্ঠান ডিপি ওয়াৰ্ল্ড পরিদৰ্শন করেছেন। ডিপি ওয়াৰ্ল্ড পরিদৰ্শনকালে ট্ৰান্স ওয়াৰ্ল্ড গ্ৰুপের চেয়ারম্যান রমেশ এস রামাকৃষ্ণণের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে মন্ত্রী অসমে বিনিয়োগের সুবিধা এবং সম্ভাবনা বিষয়ে রামাকৃষ্ণণকে অবগত করেন।
প্রসঙ্গত, ১৯৭৭ সালে প্ৰতিষ্ঠিত ট্ৰান্স ওয়াৰ্ল্ড গ্ৰুপ আন্তঃর্জাতিক শিপিং এবং লজিস্টিক্স সংস্থা। এই সংস্থা পোৰ্ট টাৰ্মিনাল পরিচালনা, শিপিং এবং লজিস্টিক্স ক্ষেত্ৰে বিস্তৃত ও দক্ষ পরিষেবার জন্য খ্যাত। এই সংস্থা ছয়টি মহাদেশে ৯০টির বেশি টাৰ্মিনাল পরিচালনা করে আন্তর্জাতিক বাণিজ্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মন্ত্ৰী বিমল বরা অ্যাডভান্টেজ অসম-২.০ সম্মেলনের প্ৰচারে গিয়ে দুবাইয়ের জেবেল আলি ফ্ৰি জোন (জেএএফজেডএ)-এ অবস্থিত ভারত মাৰ্টও পরিদৰ্শন করেছেন।
ভারত এবং সংযুক্ত আরব আমিরার মধ্যে বাণিজ্যিক সম্পৰ্ক সুদৃঢ় করার উদ্দেশ্যে স্থাপিত ভারত মাৰ্ট গত বছরের ১৪ ফেব্ৰুয়ারি ভারতের প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী এবং শেখ মোহম্মদ বিন রাশিদ আল মাকতুম উদ্বোধন করেছিলেন। এই মাৰ্ট ভারতীয় উদ্যোগের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলেছে।
অ্যাডভান্টেজ অসম-২.০-এর প্ৰচারকালে অসমের শিল্পমন্ত্ৰী মন্ত্ৰী বিমল বরা সঙ্গে আছেন রাজ্যের বিশেষ মুখ্যসচিব সৈয়বউদ্দিন আব্বাসি, শিল্প দফতরের কমিশনার এনাম চরণ কুমার সিং, পৰ্যটনসচিব পদ্মপানি বরা এবং শিল্পমন্ত্ৰীর ওএসডি কমলজ্যোতি ভুইয়াঁ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস