আগরতলা, ১৫ জানুয়ারি (হি.স.) : গোপন সূত্রের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে শুকনো গাঁজা, ৩০০ কৌটা হেরোইন সহ নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ। সাথে দুইজনকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত নেশা সামগ্রীর কালোবাজারি মূল্য দুই লক্ষাধিক টাকা হবে বলে জানান এনসিসি থানার ওসি সুশান্ত দেব। তিনি আরও জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে খেজুর বাগান এলাকায় লোকনাথ রায়ের বাড়িতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে লোকনাথ রায়ের বাড়ি থেকে শুকনো গাঁজা, ৩০০ কৌটা হেরোইন, নগদ ১৯ হাজার টাকা এবং একটি মোবাইল উদ্ধার করা হয়। সাথে বাড়ির মালিককে আটক করা হয়েছে। তার স্বীকারোক্তিমূলে দীপঙ্কর রায় নামে আরও একজনকে আটক করা হয়েছে। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এনসিসি থানার ওসি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ