মুম্বই, ৩ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ভূয়সী প্রশংসা করলেন উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত। তিনি বলেন, গড়চিরোলির প্রগতি মহারাষ্ট্রের জন্য ভালো। সঞ্জয় রাউত বলেছেন, সরকার ভালো কাজ করেছে, তাই আমরা দেবেন্দ্র ফড়নবিশের প্রশংসা করেছি। মহারাষ্ট্র আমাদের রাজ্য এবং গড়চিরোলির মতো একটি জায়গা যা নকশালবাদ দ্বারা প্রভাবিত - যদি নকশালরা আত্মসমর্পণ করে এবং সাংবিধানিক পথ বেছে নেয় - আমরা তা স্বাগত জানাই... আগের 'অভিভাবক মন্ত্রী' তা করতে পারতেন - কিন্তু পরিবর্তে, তিনি তাঁর এজেন্ট নিয়োগ করেছিলেন... যা নকশালবাদকে বাড়িয়েছে। আমরা দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে কাজ করেছি - সেই সম্পর্ক চলছে, কিন্তু আমরা বিরোধী দলে আছি এবং আমরা সমস্যাগুলিও উত্থাপন করতে থাকব।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ