লন্ডন, ৩০ জানুয়ারি (হি.স.) : চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের শেষ রাউন্ডের খেলা শেষ হয়েছে বুধবার রাতে। অষ্টম রাউন্ডে একই দিনে মাঠে নেমেছিল ৩৬টি দল। বুধবার ইউরোপজুড়ে ১৮টি ম্যাচ হয়েছে। এই ১৮ ম্যাচে মোট ৩ জন খেলোয়াড় হ্যাটট্রিক করেছেন। তাঁদের হ্যাটট্রিকে দলও জয় পেয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে।
হ্যাটট্রিক করেছেন ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ। তাঁর হ্যাটট্রিকেই মোনাকোকে হারিয়ে চতুর্থ স্থানে থেকে শেষ ষোলোয় পৌঁছে গেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। চলতি মরসুমে চ্যাম্পিয়নস লিগে ৮ ম্যাচে ৫ গোল করলেন এই আর্জেন্টাইন। এই হ্যাটট্রিকে ইতিহাস গড়েছেন এই নেরাজ্জুরি তারকা। ইন্টার মিলানের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক এখন এই আর্জেন্টাইন। ১৮ গোল নিয়ে তিনি পেছনে ফেলেছেন সান্দ্রো মাজ্জোলাকে।
হ্যাটট্রিক করেছেন আরও দুই তারকা। সেল্টিকের বিপক্ষে হ্যাটট্রিক করে অ্যাস্টন ভিলাকে সেরা আটে জায়গা করে দিয়েছেন মর্গান রজার্স।
২২ বছর বয়সী মর্গান এদিন ৫ মিনিটের মধ্যে ২ গোল করেছেন। এই রেকর্ড নেই মেসি- রোনাল্ডোরও। এরপর স্টপেজ টাইমে হ্যাটট্রিক করেন এই ব্রিটিশ। আর পিএসজির নকআউট পর্ব নিশ্চিত হয়েছে ওসমান দেম্বেলের হ্যাটট্রিকে। তাঁর দল হারিয়েছে ভিএফবি স্টুটগার্টকে। এটি তাঁর কেরিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি