পঙ্কজ আদভানি এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলেন
দোহা, ২০ ফেব্রুয়ারি(হি.স.): ভারতীয় কিউ স্পোর্টসের মায়েস্ট্র পঙ্কজ আদভানি আবারও বৃহস্পতিবার আন্তর্জাতিক মঞ্চে তাঁর প্রতিভা প্রদর্শন করলেন।দোহায় এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপে অভূতপূর্ব ১৪তম স্বর্ণপদক জিতলেন তিনি। ইন্দোরে জাতীয় স্নুকার চ্যাম্পিয
পঙ্কজ আদভানি এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলেন


দোহা, ২০ ফেব্রুয়ারি(হি.স.): ভারতীয় কিউ স্পোর্টসের মায়েস্ট্র পঙ্কজ আদভানি আবারও বৃহস্পতিবার আন্তর্জাতিক মঞ্চে তাঁর প্রতিভা প্রদর্শন করলেন।দোহায় এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপে অভূতপূর্ব ১৪তম স্বর্ণপদক জিতলেন তিনি।

ইন্দোরে জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ জেতার মাত্র কয়েকদিন পরেই এই জয় এল, যা আবারও প্রমাণ করে যে কেন তিনি দেশের সবচেয়ে বিখ্যাত কিউইস্ট।

এখন তাঁর ঝুলিতে ৫টি এশীয় স্নুকার শিরোপা এবং নয়টি এশীয় বিলিয়ার্ডস শিরোপা রয়েছে এবং তাঁর দুটি এশীয় গেমসের স্বর্ণপদক (২০০৬, ২০১০) তাঁর আধিপত্যকে আরও স্পষ্ট করে তুলেছে।

এই জয়ের মাধ্যমে, তিনি এক অভূতপূর্ব অর্জনের কাছাকাছি পৌঁছে গেছেন। তা হল এক ক্যালেন্ডার বছরে জাতীয়, এশীয় এবং বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ জয়। বিলিয়ার্ডসে ইতিমধ্যেই এই কৃতিত্ব অর্জন করার পর স্নুকারেও এটি সম্পন্ন করলে তিনি ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে উভয় শাখায় এই কৃতিত্ব অর্জন করবেন।

ফাইনালটি ছিল চ্যাম্পিয়নদের লড়াই। প্রাক্তন এশিয়ান এবং বিশ্ব আইবিএসএফ ৬-রেড স্নুকার চ্যাম্পিয়ন সারখোশ প্রথমে গোল করে প্রাথমিক লিড দখল করেন। কিন্তু চাপের মধ্যে সংযত থেকে আডবাণী ৯৩ এবং ৬৬ রানের ব্রেক দিয়ে, ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন এবং আর পিছনে ফিরে তাকাননি।তিনি তার অসাধারণ নির্ভুলতা এবং কৌশলগত প্রতিভা দিয়ে প্রতিপক্ষকে হারিয়ে দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande