কলকাতা, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : করাচিতে শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ১০৬ বলে ১০৭ রানের ইনিংস খেললেন রিকেলটন। ইনিংসটিতে ছিল ৭টি ৪ ও একটি ৬। এর ফলে কেরিয়ারের সপ্তম ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। সেই সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফিতে শতক করা দক্ষিণ আফ্রিকার পঞ্চম ক্রিকেটার হলেন। এর আগের ৪ জন হলেন হার্শেল গিবস, গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস ও হাশিম আমলা।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ষষ্ঠ ওভারে টনি ডি জর্জির বিদায়ের পর দ্বিতীয় উইকেটে বাভুমার সঙ্গে ১২৯ রানের জুটি গড়েন রিকেলটন। রাকেলটন পঞ্চাশ করেন ৪৮ বলে। আর সেঞ্চুরি করেন ১০১ বলে। পরের ওভারে রান আউটে শেষ হয় তার দারুণ ইনিংসটি।এরপর টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডাসেন ও এইডেন মার্করামের ফিফটিতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
জিততে হলে ৩১৬ রান করতে হবে আফগানিস্তানকে।আফগানদের হয়ে নবি ২, ফজলহক ফারুকী, আজমতউল্লাহ ও নুর আহমেদ একটি করে উইকেট পান।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি