ইমরানের নামে পাকিস্তানে স্টেডিয়াম
খাইবার পাখতুনখাওয়া, ২১ ফেব্রুয়ারি (হি.স.): পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের নামে স্টেডিয়ামের নামকরণ করতে যাচ্ছে খাইবার পাখতুনখাওয়া সরকার।পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়া সরকার প্রদেশের একমাত্র
ইমরানের নামে পাকিস্তানে স্টেডিয়াম খাইবার


খাইবার পাখতুনখাওয়া, ২১ ফেব্রুয়ারি (হি.স.): পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের নামে স্টেডিয়ামের নামকরণ করতে যাচ্ছে খাইবার পাখতুনখাওয়া সরকার।পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়া সরকার প্রদেশের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আরবাব নিয়াজ ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ইমরান খানের নামে করার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার, এই সরকারের ক্রীড়া বিভাগের একটি সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন মুখ্যমন্ত্রী আলি আমিন খান, যেখানে স্টেডিয়ামের নতুন নামকরণের প্রস্তাব নেওয়া হয়েছে। এই প্রস্তাব অনুমোদনের জন্য প্রাদেশিক মন্ত্রিসভার সামনে উপস্থাপন করা হবে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ক্রীড়া মন্ত্রী সৈয়দ ফখর জাহান এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত রাজনীতির ঊর্ধ্বে, কারণ ইমরান খান দেশ এবং বিশ্ব ক্রীড়াঙ্গনের ইতিহাসে সবচেয়ে বড় নাম।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande