ফ্লোরিডা, ২০ ফেব্রুয়ারি (হি.স.): এমএলএসের মরসুম শুরু আগামী রবিবার। তার আগে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রথম রাউন্ডের প্রথম লেগে স্পোর্টিং কানসাশ সিটিকে (কেসি) হারাল লিওনেল মেসির দল।
বৃহস্পতিবার চিল্ড্রেনস মার্সি পার্কে স্পোর্টিং কেসির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের ৫৬ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন লিওনেল মেসি।আমেরিকার কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই দলকে তিনি জেতালেন।এই নিয়ে টানা ২১ মরসুম গোলের দেখা পেলেন মেসি।মায়ামির কোচ মেসিকে এক শব্দেই ব্যাখ্যা করার চেষ্টা করেন–'অবিশ্বাস্য!'
চিল্ড্রেনস মার্সি পার্কে ১৫ হাজার ১৭৮জন দর্শক ম্যাচটি দেখতে উপস্থিত ছিলেন।ম্যাচের সময় সেখানে তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াসে, যেখানে বাতাস বইছিল প্রতি ঘন্টায় ৯ মাইল বেগে। যার ফলে তাপমাত্রা মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছিল।
আগামী রবিবার এমএলএসে মরসুমের প্রথম ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি। ম্যাচটি ভারতীয় সময় সকাল ৬টায় শুরু হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি