কুলতলি, ৮ জানুয়ারি (হি.স.): জঙ্গলে ফিরেছে বাঘ, বন দফতরের এই দাবি শুনে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দারা। দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) নিশা গোস্বামী জানান, বাঘটি উত্তর বৈকুণ্ঠপুর সংলগ্ন জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে আজমলমারি-১১ গভীর জঙ্গলে ফিরে গিয়েছে।
বুধবার সকালেও বাঘের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছিলেন বনকর্মীরা। বাঘ মাকড়ি নদী পেরিয়ে গিয়েছে কি না, সেটাই নিশ্চিত করতে চায় বন দফতর। বাঘ যদি নদী পেরিয়ে যায়, তবে তার পায়ের চিহ্ন পাওয়া যাবে বলে আশাবাদী ছিলেন অনুসন্ধানকারী দলের সদস্যেরা। অবশেষে সেই ছাপ দেখতে পান তাঁরা।
উল্লেখ্য, গত সোমবার সকালে কুলতলির মৈপিঠের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্তপল্লি ও কিশোরীমোহনপুর এলাকায় জঙ্গল লাগোয়া গ্রামে বাঘের পায়ের ছাপ দেখা যায়। এরপর থেকেই আতঙ্কে ছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই বাঘ নিজের ডেরায় ফিরে গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ