রানাঘাট, ৮ জানুয়ারি (হি.স.): ফের সীমান্ত লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করা হল আন্তর্জাতিক মানব পাচার চক্রের দুই দালালকে। মঙ্গলবার রাতে ধানতলা থানার বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় ইনামুল মণ্ডল এবং দীপঙ্কর বিশ্বাস নামে দুই যুবককে। দীপঙ্করের বাড়ি বরণবেড়িয়া এলাকার এবং ইনামুল শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তাঁরা বাংলাদেশ থেকে ভারতে বেআইনি অনুপ্রবেশে সহায়তা করত বলে অভিযোগ। তাছাড়া মোটা টাকার বিনিময়ে চলত বেআইনি পথে মানবপাচারের কারবার। বুধবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে হাজির করানো হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ