মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার দলের নেতা-সহ দুই, ধৃতের সংখ্যা বেড়ে ৭
মালদা, ৮ জানুয়ারি (হি.স.): মালদায় তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকার খুনের ঘটনায় দলেরই টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার কয়েক দফায় ওই নেতাকে ইংরেজবাজার থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। থানায় ডেকে পা
মালদার তৃণমূল নেতা খুনে ধৃত আরও ৫, এযাবৎ মোট পাকড়াও ৭ অভিযুক্ত


মালদা, ৮ জানুয়ারি (হি.স.): মালদায় তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকার খুনের ঘটনায় দলেরই টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার কয়েক দফায় ওই নেতাকে ইংরেজবাজার থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। থানায় ডেকে পাঠানো হয়েছিল নরেন্দ্রনাথের দুই ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও। তার পরেই প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ গ্রেফতার হয়েছেন। পাকড়াও হয়েছেন স্বপন শর্মা নামে আরও এক নেতা।

এই নিয়ে মালদার তৃণমূল নেতার খুনে গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে ৭। তবে এখনও খুনের কারণ স্পষ্ট হয়নি। উল্লেখ্য, গত ২ জানুয়ারি মালদার ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে নিজের কারখানার অদূরে খুন হন তৃণমূল কাউন্সিলর দুলাল।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande