জনগণও চায় দিল্লিতে বিজেপির জয় হোক, আশাবাদী বীজেন্দর গুপ্তা
নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): আম আদমি পার্টিকে একাধিক ইস্যুতে আক্রমণ দিল্লির বিরোধী দলনেতা তথা রোহিণী বিধানসভা আসনের বিজেপি প্রার্থী বীজেন্দর গুপ্তা। তাঁর মতে, জনগণও চায় দিল্লিতে বিজেপির জয় হোক। বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীজেন্দর গুপ্তা
বীজেন্দর গুপ্তা


নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): আম আদমি পার্টিকে একাধিক ইস্যুতে আক্রমণ দিল্লির বিরোধী দলনেতা তথা রোহিণী বিধানসভা আসনের বিজেপি প্রার্থী বীজেন্দর গুপ্তা। তাঁর মতে, জনগণও চায় দিল্লিতে বিজেপির জয় হোক। বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীজেন্দর গুপ্তা বলেছেন, গত ১০ বছরে জাতীয় রাজধানীর অবস্থা যেভাবে খারাপ হয়েছে তা উদ্বেগজনক। বর্ষায় জল জমে যাওয়া ও মৃত্যু এবং শীতকালে ধোঁয়াশা ও দূষণের কারণে মানুষ ঘরের ভিতরে থাকতে বাধ্য হয়। দিল্লির প্রতিটি ঋতু মানুষের জন্য সমস্যা নিয়ে আসে। গরমে জলের সমস্যা হয়।

বীজেন্দর গুপ্তা আরও বলেছেন, জনতা চায় দিল্লিতে বিজেপি জিতুক যাতে উন্নয়ন হয়। রোহিণী বিধানসভার বার্ষিক বাজেট ১০০০ কোটি টাকা হওয়া সত্ত্বেও গত ১০ বছরে একটি পয়সাও দেওয়া হয়নি। এত কিছুর পরেও, আমরা রোহিণীর জন্য অনেক কাজ করেছি। যতটা না তাদের বিধায়করা তাদের নির্বাচনী এলাকার জন্য কাজ করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande