ডায়মন্ড হারবার রোডে ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক এলাকাজুড়ে
কলকাতা, ৯ জানুয়ারি(হি.স.): ডায়মন্ড হারবার রোডের জোকার কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ফুটপাতের দুটি ঝুপড়িতে আগুন লাগার ফলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা ক
ঝুপড়িতে আগুন


কলকাতা, ৯ জানুয়ারি(হি.স.): ডায়মন্ড হারবার রোডের জোকার কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ফুটপাতের দুটি ঝুপড়িতে আগুন লাগার ফলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যা ৬টা নাগাদ হঠাৎ করে দুটি ঝুপড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ঝুপড়ি দুটি দরমা ও অন্যান্য দাহ্য সামগ্রী দিয়ে তৈরি থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। দমকল বিভাগ জানিয়েছে, আগুনের উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঝুপড়ি দুটিতে রান্নার গ্যাস সিলিন্ডার মজুত থাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে।

অগ্নিকাণ্ডের ফলে রাস্তার যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। আতঙ্কে আশপাশের মানুষ ছোটাছুটি শুরু করেন। ঘটনাস্থল থেকে আগুনের ফুলকি রাস্তায় এসে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দমকল বিভাগের মতে, ঝুপড়িগুলিতে খাবারের দোকান চালানো হত, এবং সেখানে বেশ কিছু গ্যাস সিলিন্ডার মজুত ছিল।

এই অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো হতাহতের খবর না থাকলেও ঘটনাটি এলাকাবাসীর মধ্যে ভীতি সৃষ্টি করেছে। দমকল বিভাগ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande