লস এঞ্জেলসে বিধ্বংসী দাবানলে মৃত্যু পাঁচ জনের
লস এঞ্জেলস, ৯ জানুয়ারি (হি. স.) : আমেরিকার লস এঞ্জেলসে বিধ্বংসী দাবানলে পাঁচ জনের মৃত্যু হয়েছে। প্রায় ১০০০ বাড়ি ভস্মীভূত হয়েছে। প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী পাহাড়ি এলাকা প্যালিসেডস, ইটন এবং হার্স্ট এলাকায় দাবানলের প্রভাব সবচেয়ে বেশি। লস এঞ্জেলসে দ
লস এঞ্জেলসে বিধ্বংসী দাবানলে মৃত্যু পাঁচ জনের


লস এঞ্জেলস, ৯ জানুয়ারি (হি. স.) : আমেরিকার লস এঞ্জেলসে বিধ্বংসী দাবানলে পাঁচ জনের মৃত্যু হয়েছে। প্রায় ১০০০ বাড়ি ভস্মীভূত হয়েছে। প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী পাহাড়ি এলাকা প্যালিসেডস, ইটন এবং হার্স্ট এলাকায় দাবানলের প্রভাব সবচেয়ে বেশি। লস এঞ্জেলসে দাবানলের কারণে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন হলিউডের অনেক তারকা। তাঁরা তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

দাবানল নিয়ে সংগীতশিল্পী ও ‘দিস ইজ আস’-এর অভিনেত্রী ম্যান্ডি মুর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। মুর লিখেছেন, আগুন থেকে বাঁচতে তিনি তাঁর সন্তান ও পোষ্যদের নিয়ে দ্রুত এলাকা ছেড়েছেন।

এমি পুরস্কারজয়ী অভিনেতা জেমস উডস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবানলের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, প্যালিসেডস এলাকায় অবস্থিত তাঁর বাড়ির কাছে গাছপালা ও ঝোপঝোড় আগুনে পুড়ছে। সে সময় তিনি নিরাপদে সরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। দাবানলের কারণে পামেলা অ্যান্ডারসনের ‘দ্য লাস্ট শোগার্ল’-এর প্রিমিয়ার বাতিল করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande