২৪ সদস্যের উচ্চপর্যায়ের পাক বাণিজ্য প্রতিনিধি শুক্রবার বাংলাদেশ সফরে আসছে
ঢাকা, ৯ জানুয়ারি (হি.স.): পাকিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) ২৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শুক্রবার বাংলাদেশ সফরে আসছে। ১০ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তাঁরা ঢাকায় থাকবেন। সূত্রের খবর, ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে
২৪ সদস্যের উচ্চপর্যায়ের পাক বাণিজ্য প্রতিনিধি শুক্রবার বাংলাদেশ সফরে আসছে


ঢাকা, ৯ জানুয়ারি (হি.স.): পাকিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) ২৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শুক্রবার বাংলাদেশ সফরে আসছে। ১০ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তাঁরা ঢাকায় থাকবেন।

সূত্রের খবর, ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে বাংলাদেশ বিদেশমন্ত্রকে একটি চিঠি পাঠানো হয়। সেখানে উচ্চ পর্যায়ের এই বাণিজ্য প্রতিনিধিদলকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের বাণিজ্য প্রতিনিধিদল।

পাক দলের নেতৃত্ব দেবেন এফপিসিসিআইয়ের সভাপতি আতিফ ইকরাম শেখ এবং সিনিয়র সহসভাপতি সাকিব ফায়াজ মাগুন। এই প্রতিনিধিদলে পাকিস্তানের বিভিন্ন শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা থাকবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande