কুমারঘাট (ত্রিপুরা), ৯ জানুয়ারি (হি.স.) : “আমরা যুবক কাজ চাই, কাজ আমাদের দিতে হবে।” এই স্লোগানে কুমারঘাটে উত্তাল আন্দোলন বিরোধী বাম-যুব সংগঠনের। কর্মসংস্থান, আইনের শাসন পুনরায় প্রতিষ্ঠা ও নেশার বিরুদ্ধে রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচীর অঙ্গ হিসেবে এদিন মিছিল সংগঠিত করেছে বাম-যুব সংগঠন।
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশনের ডাকে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমাতেও আন্দোলন সংগঠিত করা হয়েছে। বৃহস্পতিবার কুমারঘাটের সিপিআইএম মহকুমা অফিসের সামনে থেকে বেরহয় যুবদের মিছিল। কুমারঘাট থেকে ফটিকরায় পর্যন্ত দীর্ঘ চার কিলোমিটার পথ অতিক্রম করে ফটিকরায় বাজারে জমায়েতে মিলিত হয় যুব ব্রিগেড। উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, উপজাতি যুব ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক অমলেন্দু দেব্বর্মা, গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সহ সভাপতি বাসুদেব ভট্টাচার্য, দলের মহকুমা সম্পাদক সমিরণ মালাকার সহ অন্যান্যরা।
যুবনেতা পলাশ ভৌমিক অভিযোগ করেন, বিজেপি ক্ষমতায় বসার আগে কর্মসংস্থান নিয়ে রাজ্যের বেকারদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা সাত বছরেও পূরণ করতে পারেনি সরকার। রাজ্যের সরকারি দপ্তরগুলও ধুঁকছে কর্মীস্বল্পতায়। তিনি অভিযোগ করেন যারা নেশামুক্ত ত্রিপুরার স্লোগান দিয়েছিল তারাই যুবদের আজ নেশার দিকে ধাবিত করছে। বিদ্যালয় বন্ধ করে বিলেতি মদের দোকানের ছাড়পত্র বন্টনে সরকার ব্যাস্ত বলে অভিযোগ করেন পলাশ ভৌমিক।
রাজ্যে আইনের শাসন তলানিতে। গণতন্ত্রের ছিটেফোঁটাও রাজ্যে নেই। বিজেপির শাসনে বিরোধী দলের নেতা কর্মীদের পাশাপাশি চিকিৎসক থেকে পুলিশ এবং সরকারী আমলারাও আক্রান্ত হচ্ছেন দিকে দিকে। মানুষের বাক স্বাধীনতা নেই ত্রিপুরা। বিজেপি মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে বলে এদিন অভিযোগ তুললেন গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ