আহমেদাবাদ, ১২ অক্টোবর (হি.স.): আহমেদাবাদের কাঁকারিয়া লেকের একে এরিনায় শনিবার সন্ধ্যারাতে আয়োজিত হল ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এদিন এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। এই বছর অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরুখ খান। কৃতি স্যানন মঞ্চে পারফর্ম করেন।
এই বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে একাধিক বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ছবি 'লাপতা লেডিজ'। মোট ১৩টি পুরস্কার জিতেছে এই ছবি। এছাড়াও সেরা অভিনেতা বিভাগে যৌথভাবে পুরস্কার জিতেছেন অভিষেক বচ্চন তাঁর 'আই ওয়ান্ট টু টক' ছবির জন্য ও কার্তিক আরিয়ান তাঁর 'চান্দু চ্যাম্পিয়ন' ছবির জন্য। 'জিগরা' ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ