জলসংকটে বন্ধ হওয়ার মুখে দক্ষিণ দিল্লির তিন বিখ্যাত শপিং কমপ্লেক্স
নয়াদিল্লি, ১৩ অক্টোবর, (হি.স.): উৎসবের মরসুমে বিরাট ধাক্কা দেশের রাজধানীর! দক্ষিণ দিল্লির তিন বিখ্যাত এবং উচ্চমার্গের কেনাবেচার জায়গা - ডিএলএফ প্রোমেনেড, ডিএলএফ এম্পোরিও এবং বসন্ত কুঞ্জের অ্যাম্বিয়েন্স মল এক ভয়ংকর সংকটের মুখোমুখি! যার ফলে এই তিন ম
জলসংকটে বন্ধ হওয়ার মুখে দক্ষিণ দিল্লির তিন বিখ্যাত শপিং কমপ্লেক্স


নয়াদিল্লি, ১৩ অক্টোবর, (হি.স.): উৎসবের মরসুমে বিরাট ধাক্কা দেশের রাজধানীর! দক্ষিণ দিল্লির তিন বিখ্যাত এবং উচ্চমার্গের কেনাবেচার জায়গা - ডিএলএফ প্রোমেনেড, ডিএলএফ এম্পোরিও এবং বসন্ত কুঞ্জের অ্যাম্বিয়েন্স মল এক ভয়ংকর সংকটের মুখোমুখি! যার ফলে এই তিন মলের আর কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়!

দিল্লিতে প্রথমবারের মতো, শহরের ঝাঁ-চকচকে শপিং মলগুলি তীব্র জল সংকটের সঙ্গে লড়ছে। এই সব মলে সাধারণ মানুষ থেকে বিখ্যাতরা, বিদেশি পর্যটক এবং বিলাসি ক্রেতারাও সমান ভাবে ভিড় জমান। জল যন্ত্রণায় মল কর্তৃপক্ষ অস্থায়ীভাবে বন্ধ রাখার কথা ভাবছে।

মল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, যদি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে জল সরবরাহ ঠিকঠাক ভাবে না হয়, তাহলে তাদের মল বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনও বিকল্পই থাকবে না। এই চরম পদক্ষেপের ফলে ব্যাপক প্রভাব পড়বে। লক্ষ-লক্ষ ব্যবসায়ীর ক্ষতি হবে এবং হাজার হাজার কর্মসংস্থান ঝুঁকিতে।

দিল্লি জল বোর্ড কবে আর কখন স্বাভাবিক জল সরবরাহ কখন শুরু করতে পারবে, সেই বিষয় কোনও স্পষ্টতা দেয়নি। অবিলম্বে পদক্ষেপ না নিলে সংকট আরও জটিল হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande