নয়াদিল্লি, ১৩ অক্টোবর, (হি.স.): “মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণকাণ্ডকে কার্যত সার্টিফিকেট দিচ্ছেন। তিনি বলছেন, নারীদের রাতে বাইরে বেরোনো উচিত নয়। এ ধরনের মন্তব্য শুধু ভুক্তভোগীকে দোষারোপ করা নয়, বরং নারী স্বাধীনতার উপরে স্পষ্ট আঘাত।”
দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে এই ভাষায় আক্রমণ করলেন প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা সাংসদ বাঁশুরি স্বরাজ।
দুর্গাপুর গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। বাঁশুরি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে “লজ্জাজনক” ও “অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করে বলেন, “তৃণমূল কংগ্রেস এখন পশ্চাৎগামী মানসিকতার প্রতীক হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা আজ প্রশ্নের মুখে, আর মুখ্যমন্ত্রীর অবস্থান এই পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত