কলকাতা, ১৬ অক্টোবর (হি. স.) : বাংলা দলের কাছে বোলিংয়ের দাপটেই কুপোকাত হল অসম। গুয়াহাটিতে ঘরের মাঠে কর্নেল সি কে নাইড়ু ট্রফিতে অসমের সংগ্রহ মাত্র ১৩৩ রান। অনূর্ধ্ব - ২৩ ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবার উদ্বোধনী দিনের খেলায় প্রথম ইনিংসে আসামের তরফে সর্বাধিক রান সংগ্রহ করেছে রওশন টোপ্পো - ৮২,২২৮ টি বল সে খেলে ও অপরাজিত। যদিও বাংলার পক্ষে বোলার রবি কুমার ৩৯ রানে ছয়টি উইকেট তুলে নেয়। এছাড়াও দিলসাদ খান - ৩৫ রানে একজোড়া উইকেট তুলেছে। এর সুবাদেই অল্প রানে বিপক্ষের আসামকে স্বল্প রানে ধরাশায়ী করেছে বাংলা দল। এর জবাবে দিনের শেষে বাংলা দল কোনও উইকেট না হারিয়ে ১৫ রান সংগ্রহ করেছে। মিলিন্দ মন্ডল - (৭), এবং শুভম সিং - (৪) রানে ক্রিজে অপরাজিত রয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত