কলকাতা, ১৬ অক্টোবর (হি. স.) : রঞ্জি ট্রফি ক্রিকেটে ইডেনে দ্বিতীয় দিনের শেষে বিপক্ষের চেয়ে ৬১ রানে এগিয়ে রয়েছে বাংলা। দলগত স্কোর - এদিন ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান। উত্তরাখন্ডের বোলার দেবেন্দ্র বোরা - ৬৫ রানে বাংলার ৪ টি উইকেট তুলে নেয়। বৃহস্পতিবার উল্লেখযোগ্য ঘটনা দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান সুদীপ চ্যাটার্জির শতরানের ইনিংস হাতছাড়া হয়েছে। ২৬৪টি বল খেলে সে ৯৮ রান সংগ্রহ করেছে। মাত্র দুই রানের জন্য হাতছাড়া সেঞ্চুরি। আফসোস যাচ্ছে না সুদীপের। সুমন্ত গুপ্ত সমানতালে সঙ্গত করে। ১৪৯ টি বল খেলেছে এবং সে অপরাজিত ৮২ রান করে। ১৫৬ রান যোগ করে উভয়েই পঞ্চম জুটিতে। এদিকে, বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে বাংলা দল ১ উইকেটে ৮ রান নিয়ে খেলতে নামে। দলের কোচ লক্ষীরতন শুক্লা জানান, তৃতীয় দিনে আরো রান যোগ করতে লড়াইয়ে রয়েছে বাংলা দল। উল্লেখ্য, উত্তরাখন্ডের প্রথম ইনিংসে সংগ্রহ ২১৩ রান। বুধবার ইডেনে বিপক্ষের সকলেই আউট হয়। মহম্মদ শামি ১৪.৫ ওভারে ৩৭ রান দিয়ে তিনটি উইকেটে নিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত